|
Tutorial |
Lawyer
Registration |
ইউজার
আইডি ও পাসওয়ার্ড এর জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের পরিচয়পত-এর
ছবি তুলে 01717993760 নাম্বারে Whatsapp করুন। জবাবে আপনাকে
ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। |
|
New
Case Filing |
- প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Lawyers'
Panel তথা apps.supremecourt.gov.bd/mycase পোর্টালে
লগইন করুন।
- নতুন মামলার তথ্য এন্ট্রি করতে হলে বামের মেনু হতে
New Case File এ ক্লিক করুন।
- মামলার ধরণ সিলেক্ট করে নীচের বাটনে ক্লিক করুন। এর
ফলে আপনি একটি Case Id/Tracking No. পাবেন এবং তা Draft
Case List এ প্রদর্শিত হবে। ড্রাফ্ট লিস্টের বামে প্রথম
কলামে ট্র্যাকিং নাম্বারটি প্রদর্শিত হবে। মামলার পরবর্তী
অবস্থা জানতে এই নাম্বারটি আপনার প্রয়োজন হবে। তাই এটি
নোট রাখবেন।
- বাদী-বিবাদীসহ অন্য সকল তথ্য প্রদান করুন। অতপর ড্রাফট
লিস্টে মামলাটি দেখতে পাবেন।
- ড্রাফট লিস্ট হতে মামলার বাদী-বিবাদী, কোর্ট ফি ইত্যাদি
প্রাথমিক তথ্য আপডেটের জন্য Case Info বাটনে এবং যাবতীয়
ডকুমেন্ট আপলোড করার জন্য Add Document বাটনে ক্লিক করুন।
- মামলার সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে চুড়ান্ত
ভাবে সাবমিট করার জন্য Submit Case বাটনে ক্লিক করুন।
- মামলা অনলাইনে সাববিট করা হয়ে গেলে Preview বাটন ক্লিক
করে Top Sheet প্রিন্ট করুন এবং মামলার ফাইলের সাথে সেকশনে/ফাইলিং
এ দাখিল করুন।
- যেকোন অবস্থায় মামলার অবস্থা জানার জন্য Status বাটনে
ক্লিক করুন।
|
|
|
|
|
|